আজ সোমবার (১৯ আগস্ট) রাতের আকাশে দেখা মিলবে বিরল একটি মহাজাগতিক ঘটনা – সুপার ব্লু মুন। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অসাধারণ দৃশ্য উপভোগ করা যাবে।
২০২৪ সালের ব্লু মুন দেখা যাবে আজ ১৯ আগস্ট, রোজ সোমবার। সাধারণত এক মাসে একটি করে পূর্ণিমা হয়। কিন্তু কখনো কখনো একই মাসে দুটি পূর্ণিমা হতে পারে। এই দ্বিতীয় পূর্ণিমাকেই বলা হয় ব্লু মুন।
জানা গেছে, এটি চন্দ্রচক্রের প্রায় ২৯.৫ দিনের দৈর্ঘ্যের কারণে উদ্ভূত হয়, যার ফলে কখনো কখনো একই মাসে দেখতে পাওয়া যায় দুটি পূর্ণিমা। এছাড়া একটি ঋতুতে তৃতীয় পূর্ণিমা হয়, যেখানে স্বাভাবিক তিনটির পরিবর্তে চারটি পূর্ণিমা হলে হয় ব্লু মুন। এই পূর্ণিমার নাম নীল চাঁদ হলেও এই দিনের চাঁদ দেখতে নীল রঙের হয় না।
কখন দেখা যাবে?
আজ রাতে, আনুমানিক ২:২৫ মিনিটে চাঁদ তার পূর্ণ পর্যায়ে পৌঁছাবে। আবহাওয়া ভালো থাকলে খালি চোখে এই বিরল দৃশ্য উপভোগ করা যাবে। তবে দূরবিন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের আরও বেশি বিস্তারিত দেখতে পাওয়া যাবে।